বর্ষায় পাহাড়ের বৃষ্টি এবং ভালোবাসা

বর্ষায় ভালোবাসার নাম পাহাড়

আপনি কি পাহাড় ভালবাসেন? বর্ষাও কি ভালবাসেন সমানভাবে।দুটো ভালোবাসা যখন এক সুতোয় বাঁধা পড়ে তখন সে ভালোবাসার নাম কি হয় জানা আছে?পাহাড় আমার ভালোবাসা। আর বর্ষা? তা হলো আমার অদ্ভুত ভালোবাসা। আমার এই পাশাপাশি প্রিয় দুটি বস্তু যখন একসাথে মিলে যায়, তখন আমি প্রশ্ন করি – এই অদ্ভুত সম্পর্কের নাম কি?

বর্ষা এলেই মনটা কেমন উরু উরু হয়ে ওঠে। সারাদিন বৃষ্টি মেঘলা আকাশের মন খারাপ করা দিনগুলোয় রোজকার একঘেয়ে জীবন যেন আরও অসহ্য হয়ে ওঠে,এই প্রতিদিনের ব্যস্তময় জীবনে কয়েকটা দিন নিজের মতো পেলে মন্দ কি!

সারাদিন বৃষ্টি মেঘলা আকাশের নিচে আমার মনটা বেকার করে দেয়, তবে পাহাড়ের শান্তির জন্য সব কিছু তৈরি থাকে। আমি মনে করি, যখন আমার সমস্ত কাজ পরিস্কার হয় এবং কোনও দূর্ঘটনা ছাড়াই পাহাড়ে যেতে পারি, তখন সেই সৌন্দর্যে প্রাকৃতিকভাবে আমি প্রেম করি।

পাহাড়ের নদী এ যেন রহস্যময়ী

আপনি হয়তো বলবেন এই বর্ষায় পাহাড়? সে তো যাওয়া মানা। জানি বর্ষায় পাহাড় দুর্গম, বিপজ্জনকও বটে।নেশা যখন চড়ে,মন কি আর মানে! তবুও বলি সেই বিপদ কাটিয়ে যদি আপনি উঠতে পারেন তবে এক মনোরম নৈসর্গিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে আপনি তার প্রেমে পড়বেন নিশ্চিৎ। পাহাড়ি নদী বড়ো রহস্যময়ী। দূর থেকে দেখায় সরু ফিতের মত।কাছে গেলে গ্রাস করে নিতে চায় হাঁ করে। বর্ষা হলে তো পূর্ণ যুবতী,উদ্ধত যৌবনে সে বড়ো বেপরোয়া – তার কামুক চাইদায় আমি ধরাশায়ী।।

বৃষ্টির প্রেম: স্বাধীনতা এবং মানুষের সম্পর্ক

পাহাড়ে বৃষ্টি হলে সেই দৃশ্যটার জন্য অপেক্ষায় থাকি৷ হাত বাড়ালে মেঘ৷ আর মেঘের মধ্যে মায়া৷ কখন নানা রঙের ছাতা, রেনকোট আর গামবুট পরে সার দিয়ে স্কুল থেকে ফিরবে কচিকাঁচার দল৷ ছপ ছপ সেই শব্দের সঙ্গে মিশে যাবে বৃষ্টির আওয়াজ৷ দোকানিরা অভ্যেস বশে এসে বসে দোকানে৷ বিক্রিবাটা নেই৷ ট্যুরিস্টদের তেমন ভিড় নেই৷ কোথাও আলো নেই বলে জ্বলছে মোমবাতি৷ এই হয়তো জল ছিটিয়ে চলে গেল কোনও গাড়ি৷ কেউ এখানে এসে বেহালার ছড়ে টান দিক না কয়েকটা! কিংবা পিয়ানোয় কয়েকটা আঙুল বুলিয়ে দিক ৷ এই স্নিদ্ধ সিক্ত ছবির সঙ্গে বেহালা বা পিয়ানোর সুর মানায়৷ একটু বৃষ্টি শুরু হলেই সামনেটা সাদা হয়ে যায়৷ আমার এক হাতে মেঘ ধরা দিয়ে জল হয়ে যায়৷ মাথার ওপরের মেঘ মায়ের মতো ঘিরে ধরে এসে৷ শান্ত৷ স্নিগ্ধ৷ তখন মনে হয়, কুয়াশার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি অনন্তের দিকে৷ পাহাড়ে বৃষ্টি অনেকটা স্বাধীনতা এবং মানুষের সম্পর্কে একটি উপলব্ধির সাথে মিলিত। সেই মুহূর্তে, মেঘের মাঝে নেশা হলেও, সেই সময়ে বৃষ্টির হলে তার প্রেমে পড়া হলো স্বাভাবিক।

শেষকথা

মাঝে মাঝে কিছু সিনেমায় দেখি এমন রাস্তা৷ লোভ হয়, যদি প্রতিদিনই এমন কোনও রাস্তা দিয়ে হেঁটে যেতে পারতাম! চোখের সামনে জেগে ওঠে নানা রকম ফুল৷ এই  পাহাড়ে শুনি নানান রকম ফুল রয়েছে রয়েছে৷ কত রকম রং৷ বৃষ্টির মধ্যেও ওই সব রং দেখতে পাই চোখের সামনে৷ এই বুঝি কে যেন হঠাত্‍ এসে দাঁড়াল সামনে৷ তাকে কোথাও দেখেছি আগে৷ মনে পড়ে না৷”

পাহাড়ে বৃষ্টির অভিন্ন সৌন্দর্য এবং নদীর রহস্যময় প্রেম সেই অপেক্ষার মধ্যে নিয়মিত আসা একটি প্রাকৃতিক জগতের অদৃশ্য মূর্তি। এই সৌন্দর্যে প্রেম করার অভ্যন্তরীণ আনন্দ এবং শান্তি আমাকে যেন অন্যরকম  অনুভব করিয়ে দেয়।

কবির মতন করে বলতে হয়

বৃষ্টি পড়ে এখানে বারো মাস
এখানে মেঘ গাভীর মতো চরে
পরান্মুখ সবুজ নালিঘাস
দুয়ার চেপে ধরে

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *